বাংলাদেশ এসোসিয়েশন সান জুসেপ্পে ভেসুভিয়ানো’র বিজয় দিবস পালন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৩৭,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৭৮ বার পঠিতগতকাল ১৬ ডিসেম্বর বিকেল ৭ টায় সান জুসেপ্পে ভেসুভিয়ানো’র একটা হলরুমে বাংলাদেশ এসোসিয়েশন সান জুসেপ্পে ভেসুভিয়ানো কর্তৃক আয়োজিত ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়।
৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সাভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেলোয়ার মুহাম্মদ ও সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমদ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আব্দুস হাসিব এবং সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মনসুর মোঃ অয়েছ, উপদেষ্টা মাসুদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলম, ফরিজ উদ্দিন সাংস্কৃতিক সম্পাদক রাজা ইসলাম ও আবু তাহের প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন।
সভাপতি তার বক্তব্য বলেন আমরা গর্বিত জাতি হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করি সকল শহিদের স্মরণে। আমরাই ভাষার জন্য প্রাণ দিয়েছি আর আমরাই যুদ্ধ করে মাত্র ৯ মাসে স্বাধীন হয়েছি।