বঙ্গবন্ধু টি২০ কাপের আজ ফাইনাল : খুলনা নাকি চট্টগ্রাম?

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৫:১৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৮৬ বার পঠিতবঙ্গবন্ধু টি২০ কাপের প্রথম বল মাঠে গড়ানোর আগ থেকেই জেমকন খুলনাকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হয়েছে। হবে না-ই বা কেন? তাদের দলে অভিজ্ঞতার ঝনঝনানি ও বরেণ্য সব নাম। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, আনামুল হক বিজয়, শফিউল ইসলামরা খেলছেন খুলনায়। টি২০ সংস্করণে যারা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে সিদ্ধহস্ত। বিপরীতে গাজী গ্রুপ চট্টগ্রামে মুস্তাফিজুর রহমান ছাড়া বড় তারকা নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, অনভিজ্ঞ এই দলটিই অভিজ্ঞতায় টইটুম্বর খুলনাকে আগের তিন দেখায় দুবার হারের তিক্ত স্বাদ দিয়েছে। আজ ফাইনালের মহারণেও এর ব্যতিক্রম ভাবতে চাইছেন না চট্টগ্রামের দলপতি মিঠুন আলি। শিরোপা নির্ধারণী ম্যাচে আরেকবার দল হিসেবে জ্বলে উঠে মাশরাফি-মাহমুদউল্লাহদের হারের বেদনায় পোড়াতে চাইছেন তিনি। চাইছেন শিরোপা উৎসবের আনন্দে মাতোয়ারা হতে।
লিগ পর্ব ও প্লে অফ রাউন্ড শেষে দুই ফাইনালিস্ট পেয়েছে বঙ্গবন্ধু টি২০ কাপ। দুই পর্বের বাঁধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। খুলনা অবশ্য প্রথম দল হিসেবেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে। প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে যায় টেবিলের দুইয়ে থাকা খুলনা। আর মঙ্গলবার বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে উড়িয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা জয়ের লড়াইয়ে শামিল হয় চট্টগ্রাম।
প্রতিপক্ষ হিসেবে জেমকন খুলনা কতটা ক্ষুরধার তা চট্টগ্রাম দলপতি ভাল করেই জানেন। তিনি এও ভালো করেই জানেন মহারণের লড়াই জিততে তাকে লড়তে হবে মাশরাফি ও মাহমুদউল্লাহর কৌশলের বিপক্ষে। শ্বশুরের মৃত্যুর কারণে আজকের ম্যাচে সাকিব না থাকায় খুলনা কৌশলে কিছু ঘাটতি থাকতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে খুলনা বধের বিশেষ কৌশল রপ্ত করছেন মিঠুন।
গতকাল ফাইনাল-পূর্ব আলাপচারিতায় তিনি বললেন, ‘এই ম্যাচেও আমরা দল হিসেবেই খেলব। তবে আমাদের কৌশল হবে সম্পূর্ণ নতুন। আগের ম্যাচের কোনো পরিকল্পনাই এই ম্যাচে দেখা যাবে না। আমাদের আগের ১০টি ম্যাচ এখন অতীত। ওখান থেকে শুধু আত্মবিশ্বাসটাই নেব। আর বাদবাকি সবই আমাদের নতুন করে করতে হবে। আমরা চেষ্টা করব সেরাটি দিতে।’
ছেড়ে কথা বলবেন না জেমকন খুলনা দলপতি মাহমুদউল্লাহও। কেননা প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে ৪৭ রানের জয়ের স্মৃতি এখনো তাজা। সেই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছেন মহারণের লড়াইয়ে, ‘তারা খুবই ভালো দল, সবাই জানে যে সৌম্য-লিটন খুব ভালো ব্যাটিং করছে। লিটন এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওদের বোলিং অ্যাটাক ভালো। আমার মনে হয় যে ওদের প্রতি ফোকাস বেশি না করে নিজেদের ওপর যদি বিশ্বাসটা বেশি রাখি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’
চোটের কারণে বঙ্গবন্ধু টি২০ কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির। তখনই বলা হয়েছিল, টুর্নামেন্ট চলার সময় তিনি ফিট হয়ে উঠলে তাকে দলে নেওয়ার সুযোগ থাকবে। পরে ফিট হয়ে বিসিবির ফিটনেস পরীক্ষায় উতরে যান অভিজ্ঞ এই পেসার। চারটি দল ম্যাশকে নিতে আগ্রহ দেখানোর পর লটারিতে তাকে পায় খুলনা।
কেন তাকে নিতে কাড়াকাড়ি, সেটি এর মধ্যেই দেখিয়েছেন মাশরাফি। দীর্ঘ প্রায় ৯ মাস পর মাঠে ফিরেও প্রথম দুই ম্যাচে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট নেন একটি করে। পরে প্রথম কোয়ালিফায়ারে তিনিই জয়ের মূল নায়ক। টি২০ ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে ফাইনালে তোলেন খুলনাকে।
চট্টগ্রামের বিপক্ষে আজকের ফাইনালে যথারীতি নজর থাকবে মাশরাফির ওপর। মাহমুদউল্লাহও জানালেন, দলের বড় ভরসার জায়গা মাশরাফি, ‘কোনো সন্দেহ নেই, মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক আমাদের দলের জন্য। ড্রেসিংরুম এবং বাইরে আমরা অনেক আলাপ আলোচনা করি। কারণ, তিনি সবচেয়ে অভিজ্ঞ। তিনি আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএল ট্রফি জিতেছেন তিনি। তার অভিজ্ঞতা আমাদের দলের জন্য অনেক লাভজনক হয়েছে। আমরা এজন্য ভাগ্যবান।’
জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম
খেলা শুরু : বিকাল ৪:৩০টা
সরাসরি : টি স্পোর্টস