ম্যারাডোনার দেহ সংরক্ষণের রায় দিলো আদালত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২২:৫২,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৮৮ বার পঠিতদিয়েগো ম্যারাডোনার দেহ সংরক্ষণ করতে হবে বলে রায় দিলেন আর্জেন্টিনার আদালত। কারণ একটাই, যেকোনো সময় ম্যারাডোনার ডিএনএ প্রয়োজন হতে পারে।
প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতোমধ্যেই প্রচুর মামলা হয়েছে। তার পাঁচ স্বীকৃত সন্তান যেরকম সম্পত্তির ভাগ চেয়েছেন, তেমনি আরও ছয়জন মামলা করেছেন; যাদের ম্যারাডোনা কখনও সন্তান বলে স্বীকৃতি দেননি বা তাদের কথা আগে জানা যায়নি।
এদের মধ্যে একজন, ২৫ বছরের মাগালি গিল দাবি করেছেন, দুই বছর আগে তিনি জানতে পারেন, ম্যারাডোনাই তার বাবা।
এরকম এত দাবি উঠছে যে, আইনজীবীরা এবং আদালত হিমশিম খাচ্ছেন। সেই কারণেই দেওয়ানি মামলার আদালত ন্যাশনাল কোর্ট অফ ফার্স্ট ইন্সটান্স তার রায়ে জানিয়েছেন, যেহেতু যেকোনও সময়ে মামলাকারীদের ডিএনএ ম্যারাডোনার ডিএনএ-র সঙ্গে মিলছে কিনা, তা দেখার প্রয়োজন হবে, তাই ম্যারাডোনার দেহ এখনই দাহ করা যাবে না।