গৌরীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২৪:০৭,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২২৫ বার পঠিতময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। রবিবার রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন। তিনি বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলতলী এলাকায় বালু বোঝাই একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। নিহত সবাই পুরুষ।
ওসি আরও বলেন, গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয় লোকজন এবং শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।