কমলগঞ্জ পৌরসভা নির্বাচন : আ’লীগের প্রার্থী জুয়েল, বিএনপির আবুল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:৫৬,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২১৮ বার পঠিতসকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র, কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জুয়েল আহমেদ। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন।
শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন উভয় দলের হাইকমান্ড।
এদিকে শুক্রবার রাতে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর কমলগঞ্জ পৌর এলাকায় জুয়েল সমর্থক এবং তার অনুসারী দলীয় নেতাকর্মীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রতি শুকরিয়া আদায় করে তাৎক্ষনিক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে রাত ৯টায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জুয়েল আহমেদ স্থানীয় নেতৃবিন্দের সাথে দেখা করতে যান।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বর্তমান মেয়র কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জুয়েল আহমদ, জেলা যুবলীগের সহসভাপতি, বর্তমান পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগ আহ্বায়ক ঠিকাদার মো. হেলাল মিয়া।
অপর দিকে দলীয় নমিনেশন বঞ্চিত অপর দুই স্বতন্ত্র প্রাথী হিসাবে মেয়র পদে নিবার্চন করবেন বলে জানা গেছে।
আলাপকালে দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান মেয়র জুয়েল আহমদ বলেন, পৌরসভা হওয়ার পর ১৯ বছর পর বিএনপির মেয়রকে পরাজিত করে ২০১৫ সালে নৌকা পেয়ে আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছিলাম। ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির সহযোগিতায় বিগত ৫বছরে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। নির্বাচিত হলে আবারো কমলগঞ্জ পৌরবাসীর ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করব। ‘সারাজীবন মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছি। মানুষের ভালোবাসাই আমার সম্বল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে এ আসনের জনগণ বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করবে বলে আমি আশাবাদী।’