বাংলা একাডেমির ৩ পুরস্কার ঘোষণা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:০৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৯৮৫ বার পঠিতবাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য এ বছর রফিক কায়সার, শাহরিয়ার কবির ও জুলফিকার মতিনের নাম ঘোষণা করা হয়েছে।
তাদের মধ্যে রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’। ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’-এর জন্য শাহরিয়ার কবিরকে মনোনীত করা হয়েছে। আর জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।
২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিনটি পুরস্কার দেওয়া হবে বলে রবিবার একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।