আবরার হত্যা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ ডিসেম্বর

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১৩:০৯,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৮১ বার পঠিতবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই দিন ধার্য করেন।
এই আদালতের উপর অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ১৬ আসামি, যা সোমবার খারিজ হয়ে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভুঞা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার মামলাটি উচ্চ আদালতের বদলি সংক্রান্ত আদেশ দাখিলের জন্য ধার্য ছিলো। আসামি পক্ষের আইনজীবীরা আবেদন উত্থাপিত হয়নি মর্মে আইনজীবী সনদ দাখিল করেন। এরপর আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করেন।
তিনি জানান, সেদিন রাষ্ট্রপক্ষের ৪০ নম্বর সাক্ষী এসআই নাজমুল হকের জেরা এবং ৪১ নম্বর সাক্ষী বুয়েট শিক্ষার্থী প্রত্যয়ের জবানবন্দি নেয়া হবে।
আলোচিত এই মামলায় মোট ৬০ জন সাক্ষী। আসামি ২৫ জন, তারা সবাই বুয়েট শিক্ষার্থী। তার মধ্যে ২২ জন কারাগারে আছেন। কারাবন্দি আসামিদের ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিন আসামি এখনো পলাতক।