ইতালির তরিনোতে মিলান কন্সুলেটের আয়োজনে ব্যাডমিন্টন অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৪:১৮,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৩১ বার পঠিতইতালি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলান কনস্যুলেট এর আয়োজনে ইতালির তরিনো শহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তরিনো প্রবাসীদের সার্বিক সহযোগিতায় স্থানীয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় লাল এবং সবুজ দল অংশগ্রহণ করে।
খেলায় সবুজ দল ১৫-১২ ও ১৫-১১ সেটা লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিপ্লব শিকদারের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিনো আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসাইন সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা।