আমেরিকার মিশিগানের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবাদুর রহমানের ইন্তেকাল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৬:৫০,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২২০ বার পঠিতআমেরিকার মিশিগানের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও কমিউনিটি নেতা এবাদুর রহমান (দুনু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫ ঘঠিকায় তিনি ইন্তেকাল করেন । বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের (মামাতো) ছোট ভাই মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল ফেরদৌস।
ইকবাল ফেরদৌস জানান, মরহুম এবাদুর রহমান দুনুর নামাজে জানাজা স্থানীয় সময় বুধবার যোহরের নামাজের পর বায়তুল ইসলাম মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে উপস্থিতি থেকে সকলকে দোয়ায় শরিক হবার জন্য আহ্বান জানান ইকবাল।
জনাব এবাদুর রহমান মিশিগান সহ আমেরিকার কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি মিশিগানের হ্যামট্রামিক সিটিতে বসবাস করছেন। মিশিগানে বায়তুল মামুর মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এবাদুর রহমান (দুনু) বড়লেখা সোসাইটি অব মিশিগানের উপদেষ্ঠা ছাড়াও মিশিগানের অগণিত সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়ীত ছিলেন।
উল্লেখ্য, এবাদুর রহমান (দুনু)-এর গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখার বর্ণি গ্রামে ।