যুক্তরাষ্ট্রে সিরিয়ার ফাস্ট লেডিকে অবরোধ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩২:১৬,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২০১ বার পঠিতসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার ও ফার্স্ট লেডি আসমা আল আসাদকে লক্ষ্য করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সব মিলিয়ে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই অবরোধের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এর মধ্যে বাশার আল আসাদের স্ত্রী ও তার আত্মীয়দের নামও রয়েছে। আছে সিরিয়ান মিলিটারি ইন্টালিজেন্সের কমান্ডারের নাম।
সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া এবং আসাদের বেশ কিছু নিকটাত্মীয়ও এই অবরোধের আওতায় পড়বেন।
ট্রাম্প প্রশাসনের সিরিয়াবিষয়ক বিশেষ দূত জোয়েল রেবান সাংবাদিকদের বলেন, ‘এই ব্যক্তি ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সিরিয়ান সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানে বাধা দিচ্ছে।’