নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৮:৩৩,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৭২ বার পঠিতহবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি রোডের ফুটারমাটি নামক স্থানে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত ও আরো ৪ জন আহত হয়েছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশাটি আউশকান্দি যাচ্ছিল। ফুটারমাটি নামক স্থাানে পৌঁছামাত্র একটি বেপরোয়া গতির ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি যাত্রীসহ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় কবলিতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দূলভী বেগমকে মৃত ঘোষণা করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে নবীগঞ্জ থানার এস আই মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে দুলভী বেগমের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
নিহত দূলভী বেগম নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের ধনাই মিয়ার কন্যা বলে জানা গেছে। দুলভী বেগম প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার সকালেও তার ২ বছরের ও ৪ বছরের ২ মেয়েকে বাড়িতে রেখে বাড়ি থেকে আউশকান্দি জেআইসি স্যুট লিমিটেডে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।
আহত ৪ জন হলেন নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের আহাদ মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), একই গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে হানিফা বেগম (৩০), উপজেলার বেরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র মজিদ মিয়া (৪০) ও সিএনজিচালক কুর্শি ইউনিয়নের কূর্শি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে রাজা মিয়া (৩০)। সিএনজিচালক রাজা মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।