দেবের প্রেমিকার আবদার….

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৯:২০,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩২৩ বার পঠিতসাইত্রিশ বসন্ত পেরিয়ে আটত্রিশে পা রেখেছেন টলিউড সুপারস্টার দেব। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার আগে থেকেই সবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই নায়ক। যিশু জন্মের এই দিনেই জন্মেছিলেন দেব। তার জন্য দিনটি বিশেষ তার কাছে।
তবে এবার জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন না থাকলেও শুটিংয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন দেব। শুটিং করছেন গোলন্দাজ সিনেমার শুটিং। সেখানে আচমকাই সারপ্রাইজ দিতে পৌঁছে যান এই নায়কের প্রেমিকা রুক্মিণী। এরপর সেটেই হলো কেক কাটার পর্ব। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন দেবের ‘লেডি লাভ’ রুক্মিনী।
এক টুইট বার্তায় রুক্মিণী লেখেন- ‘শুভ জন্মদিন মুচ্ছড়! দেব.. এই গোঁফটাকে এবার যেতে হবে!’
নগেন্দ্র সর্বাধিকারীর লুক হিসেবে গত কয়েকমাস ধরেই গোঁফ রেখেছেন দেব। তবে সেটি একেবারেই পছন্দ হচ্ছে না রুক্মিণীর। তাই জন্মদিনে প্রেমিকের কাছে আবদার করে বসছেন নায়িকা। তবে ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত চাইলেও গার্লফ্রেন্ডের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন না দেব।
শুধু শুটিং সেটে কেক কেটেই ক্ষান্ত হননি রুক্মিণী। এদিন প্রকাশ্যে দেবকে নিজের ভালোবাসা জাহির করেন। দেবের সোশ্যাল মিডিয়ার দেয়ালে উঠে এসেছে সেই ঝলক। এক দোকানের সামনে বিশাল ব্যানারে লেখা- ‘হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালবাসি… আর তুমি তা জানো।’
সেই ব্যানারের সামনে পোজ দিতে দেখা গিয়েছে দেবক্মিনীকে। পোস্টের ক্যাপশনে দেব লেখেন- ‘ধন্যবাদ রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ দিতে ব্যর্থ হও না। এভাবেই পাশে থেকো।’
নিজের ৩৮তম জন্মদিনে ভক্তদেরও রিটার্ন গিফট দিচ্ছেন দেব। এদিন মুক্তি পাবে তার আসন্ন ছবি ‘কমান্ডো’র টিজার। কমান্ডো দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি।