মানবতার দেয়াল উদ্বোধন করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৩:৪০,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৩৬ বার পঠিতসুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জামাই পাড়া আবাসিক এলাকায় মানবতার দেয়াল এর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, এড. মোঃ শফিকুল ইসলাম, মানবতার দেয়ালের উদ্যোক্তা মোঃ আশরাফ হোসেন লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময়ে জেলা প্রশাসক মানবিক কার্যক্রম ‘মানবতার দেয়াল’ এর সফলতা ও সকলের সহযোগিতা কামনা করেন।