সুনামগঞ্জে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:২৭:০৯,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৫৯ বার পঠিতসুনামগঞ্জ সদর উপজেলার লাল মামুদ উচ্চ বিদ্যালয় (বড়ঘাট) ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৪র্থ তলা বিশিষ্ট একাডেমির ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের এমপি অ্যাড.পীর মিসবাহ এমপি।
শনিবার দুপুরে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে লাল মামুদ উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর মিসবাহ কে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অ্যাড.পীর মিসবাহ এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মো.আব্দুল কাইয়ূম, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি শওকত আলী, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোহরাব উদ্দিন প্রমুখ।