ঢাকা জেলা সমিতির সভাপতি সালাউদ্দিনের শশুর আমির উদ্দিনের ইন্তেকাল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৫:৫৮,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২২৮ বার পঠিতঢাকা জেলা সমিতি, ইতালির সভাপতি মোঃ সালাউদ্দিনের শশুর আলহাজ্ব মো: আমির উদিন ঢাকায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে কার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে ইতালি প্রবাসী বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আলহাজ্ব মোঃ আমির উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।
ইতালী আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি এবং ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামী লীগের নির্বাহী পরিচালক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও জানিয়েছেন গভীর সমবেদনা।