ক্রোশিয়ায় ভূমিকম্প : ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:২৭,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩১৮ বার পঠিতইউরোপের দেশ ক্রোশিয়ায় বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ঘরবাড়ি ধসে পড়ায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প প্রতিবেশী দেশ সার্বিয়া এবং বসনিয়াতেও অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকাল সেন্টার জানায়, মঙ্গলবার রাজধানী জাগরেব থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
আলজাজিরা জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাদ ধসে গেছে এবং কোথাও কোথাও পুরো বিল্ডিং ধসে গেছে।
একই এলাকায় সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জাগরেবের ৬০ কিলোমিটার দূরে পেত্রিঞ্জা শহরে বিল্ডিং ধসে পড়ে।