শায়েস্তাগঞ্জে মেয়র পদ পুনরুদ্ধার বিএনপির

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:০৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২০৩ বার পঠিতহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে আবারও পুনরুদ্ধার করেছে বিএনপি। নির্বাচনে ৯শ ভোটের ব্যাবধানে নৌকাকে হারিয়ে বিজয়ী হয়েছে ধানের শীষ। সোমবার রাত ৯ টায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩ হাজার ১শ ৪১ ভোট। আর বিএনপি মনোনীত প্রার্থী এম এফ আহমেদ অলি পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) বর্তমান মেয়র মো. ছালেক মিয়া (নারিকেল গাছ) প্রতীকে পেয়েছেন ২৫শ ৯৯ ভোট, মোঃ ফজল উদ্দিন তালুকদার (চামচ) প্রতীকে পেয়েছেন ১৫শ ১০ ভোট, আবুল কাশেম শিবলু (জগ) প্রতীকে পেয়েছেন ১৪শ ৩০ ভোট ও ইমদাদুল ইসলাম শীতল (মোবাইল ফোন) প্রতীকে পেয়েছেন ৫শ ২২ ভোট।
কাউন্সিলর হিসেবে ১নং ওয়ার্ডে মোঃ রজব আলী, ২নং ওয়ার্ডে মোঃ আবদুল জলিল, ৩নং ওয়ার্ডে মোঃ মাসুক মিয়া, ৪নং ওয়ার্ডে জালাল উদ্দিন মোহন, ৫নং ওয়ার্ডে মোঃ আব্দুল গফুর, ৬নং ওয়ার্ডে ফাহিন হোসেন, ৭ নং ওয়ার্ডে মোঃ তাহির মিয়া, ৮নং ওয়ার্ডে আব্দুল আহাদ, ৯নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন নির্বাচিত হন। সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে ১,২,৩ নং ওয়ার্ডে আছমা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে তফুরা খাতুন, ৭,৮,৯, ওয়ার্ডে আফসানা ডলি।
এদিকে পৌরসভা নির্বাচনে জামানত হারানো ৩ মেয়র প্রার্থী হলেন, ইমদাদুল ইসলাম শীতল, মোঃ আবুল কাশেম শিবলু ও মোঃ ফজল উদ্দিন তালুকদার। প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন। ফলাফল অনুযায়ী মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ২শত ৮৭। এর মধ্যে ইমদাদুল ইসলাম শীতল ৫শত ২২, মোঃ আবুল কাশেম শিবলু ১হাজার ৪শত ৩০ ও মোঃ ফজল উদ্দিন তালুকদার ১হাজার ৫শত ১০ ভোট পেয়েছেন।