আরটিভি স্টার অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন যারা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪২:১৯,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩০৭ বার পঠিতউদ্যাপিত হলো আরটিভি দশম স্টার অ্যাওয়ার্ড। ২৮ ডিসেম্বর, সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগারগাঁও থেকে সন্ধ্যা ৬টা থেকে পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করেছে আরটিভি ও আরটিভি ফেসবুক পেজ।
উদ্বোধনী বক্তব্যে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘করোনার কারণে সবকিছু থমকে থাকলেও আমরা থমকে থাকিনি। ঘরে থাকা মানুষদের সচেতন করা এবং তাদেরকে সুস্থ বিনোদন দিয়ে আরটিভি সবসময় সবার পাশে থেকেছে। বিচারকদের নির্বাচিত নাট্যশিল্পী, রচয়িতা ও নির্মাতাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়ে তাদেরকে সম্মানিত এবং উৎসাহিত করতে যাচ্ছি। এতে তারা সৃষ্টিশীল কাজের প্রতি আরো আগ্রহী হবে।’
শুভেচ্ছা বক্তব্যে আরটিভির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘উন্নত ও অগ্রসর ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই, আরটিভি অত্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করে যাচ্ছে।’
আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু বলেন, ‘আজকের এ আয়োজনটি শুধুমাত্র আপনাদের জন্য, আরটিভি সমসময় দেশ ও দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করে যাচ্ছে।’
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি বলেন, ‘আমাদের সংস্কৃতির যে সমৃদ্ধ অতীত রয়েছে আমরা যদি তাকে কাজে লাগাতে পারি তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো।’
পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা বক্তব্যে বলেন, ‘আজকে যারা পুরস্কার পাবেন তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’
২০২০ এর ১ জানুয়ারি থেকে-২০২০ এর ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়াল এর ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ও দেশপ্রেম ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা: সুমন আনোয়ার নিখোঁজ হওয়া ভাষা সৈনিক, শ্রেষ্ঠ পরিচালক: তুহিন হোসেন নাটক: তৃতীয়জন, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ: আফরান নিশো নাটক: তৃতীয়জন, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী: মেহজাবিন চৌধুরী নাটক: তৃতীয়জন, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ: হান্নান শেলী নিখোঁজ হওয়া ভাষা সৈনিক, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী: রাশেদা চৌধুরী
নিখোঁজ হওয়া ভাষা সৈনিক, এ শাখায় মোট ৬ জনের হাতে তুলে দেয়া হয় শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মেও ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা: শফিকুর রহমান শান্তনু অবাক যোগসূত্র, শ্রেষ্ঠ পরিচালক: সঞ্জয় সমাদ্দার নাটক: শিফট, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ: আফরান নিশো নাটক: শিফট এবং জিয়াউল ফারুক অপূর্ব আপনার ছেলে কী করে?, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী: মেহজাবিন চৌধুরী নাটক: শিফট, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ: ফখরুল বাশার মাসুম আপনার ছেলে কী করে?, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী: শিল্পী সরকার অপু নাটক: অবাক যোগসূত্র এ শাখায় মোট ৭ জনের হাতে তুলে দেয়া হয় শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড । ধারাবাহিক নাটকের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা: মাসুদ সেজান নাটক: হৈ হৈ রৈ রৈ, শ্রেষ্ঠ পরিচালক: মাসুদ সেজান নাটক: হৈ হৈ রৈ রৈ, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ: জাহিদ হাসান নাটক: ইসকান্দার শাহ একজন সুপারস্টার, এবং নিলয় আলমগীর নাটক: তোলপাড়, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী: সালাহ্ খানম নাদিয়া নাটক: চিটিং মাস্টার, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ: মতিউর রহমান নাটক: হৈ হৈ রৈ রৈ, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী: শামীমা নাজনীন নাটক: হৈ হৈ রৈ রৈ, এ শাখায় মোট ৭ জনের হাতে তুলে দেয়া হয় শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড । সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য একজন প্রথিতযশা ব্যক্তিত্বকে দেয়া হয়েছে আজীবন সম্মাননা।
নাচ গানের জমকালো আয়োজনে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান। শাহরিয়ার ইসলামের নির্বাহী প্রযোজনায় উপস্থাপনায় ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং মারিয়া নূর। আগত তারকাদের জন্য ছিল রেড কার্পেট জোন। অনুষ্ঠানের মাঝে মাঝে নৃত্য পরিবেশনায় ছিলেন সাদিয়া ইসলাম মৌ, তমা মির্জা, আঁচল, দীঘি, নুসরাত ফারিয়া, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা প্রমুখ। রিয়েলিটি শো “বাংলার গায়েন”এর টপ ১৮ জন শিল্পীর কণ্ঠে ছিল কোরাস পরিবেশনা। সবকিছু মিলিয়ে দুর্দান্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো আরটিভি ১০ম স্টার অ্যাওয়ার্ড ২০২০। পুরো আয়োজনের টাইটেল স্পন্সর- বেঙ্গল প্লাস্টিকস। কো-স্পন্সর- মধুমতি ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, জয়া স্যানিটারি ন্যাপকিন, লাবীব গ্রুপ, ইভ্যালী, জেডএসআরএম।