মাওলানা সাদিকুর রহমান আযহারী ছাতক আসছেন কাল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪১:২১,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২০৭ বার পঠিতছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে আগামীকাল বুধবার আসছেন ঢাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আযহারী। ছৈলা প্রাইমারী স্কুল মাঠে দুপুর ২টা থেকে শুরু হওয়া ঐতিহাসিক এ মাহফিলে বাদ এশা প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন তিনি। এছাড়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইসলামী চিন্তাবিদ, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, বিশেষ অতিথি হিসেবে সিলেটের মাওলানা সাদিক সিকান্দর, কোম্পানীগঞ্জের মাওলানা জয়নাল আবেদীন প্রমূখ তাফসীর পেশ করবেন।
তাফসীর মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।