জামালগঞ্জে ৩য় শ্রেণীর শিক্ষা কর্মচারীদের স্মারকলিপি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:২০,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৫৯ বার পঠিতবাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের পাঁচ দফা দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবরে জামালগঞ্জ উপজেলা শাখার পক্ষে থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা এই স্মারকলিপি প্রেরণ করেন।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলম মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মজুমদার, গোলাম কিবরিয়া ও আব্দুল মোছব্বির, সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক প্রীতি রানী তালুকদারসহ অন্যান্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বেলন, স্মারকলিপি পেয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হবে।