মেয়র ও জেলা প্রশাসক বরাবর রিক্সা শ্রমিকদের স্মারকলিপি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৭:১৯,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৫৯ বার পঠিতসিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা রিক্সা-শ্রমিক ইউনিয়ন। সোমবার দুপুরে নেতৃবৃন্দ সিসিক কর্তৃক ঘোষিত চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে শ্রমিক নেতৃবৃন্দ এ স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সহ সভাপতি শাহ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ক্রীড়া সম্পাদক বাহার উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সিলেটে ২০-২২ হাজার রিক্সা শ্রমিকরা বসবাস করছেন। তাদের ছেলে-মেয়েরা বিভিন্ন স্কুলে ও কলেজে পড়ালেখা করছে। শুধুমাত্র রিক্সা শ্রমের উপর নির্ভরশীল হয়ে শ্রমিকরা জীবিকা নির্বাহ করে। এই অবস্থায় সিলেটের প্রাণকেন্দ্রে জিন্দাবাজার ও বন্দরবাজার মত গুরুত্বপূর্ণ এলাকায় যাত্রী বহন করতে না পারলে তাদের আয়-রোজগার অনেকাংশে কমে যাবে। এতে রিক্সা শ্রমিকদের জীবিকা নির্বাহ করতে কষ্ট হবে এবং উক্ত রাস্তা দিয়ে রিক্সা চলাচল বন্ধ হলে বিভিন্ন জেলা থেকে সিলেটে রিক্সা শ্রমিক আসবে না। ফলে রিক্সা মালিকগণ ক্ষতিগ্রস্ত হবেন। এমনিতেই রিক্সা শিল্প ধীরে ধীরে ধ্বংস হওয়ার পথে। করোনা ভাইরাসের কারণে মালিক ও শ্রমিকরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এমনকি অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের জীবন যাপন করছেন। চাল-ডালের দাম শ্রমিকদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। তাই রিক্সা শ্রমিকদেরকে সরকারি সাহায্যের আওতায় আনার জোর দাবী জানান।
শ্রমজীবী মানুষের উপার্জনের কথা বিবেচনা করে চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল বন্ধ না করার জন্য শ্রমিকনেতৃবৃন্দ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। এছাড়াও সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার ও সিলেটের আঞ্চলিক লেবার ডাইরেক্টর সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। বিজ্ঞপ্তি