ভর্তির আবেদনের সময় বাড়ল মাধ্যমিক স্কুলে

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১২:৫৪,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৭২ বার পঠিতসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় পাচ্ছে। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে আবেদনের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে স্থগিত হওয়া ভর্তির লটারি হবে ১১ জানুয়ারি। আগের সময় অনুযায়ী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন এবং ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল।
এত দিন কেবল প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
সরকারি নিয়মানুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছরের বেশি এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১১ বছর। কিন্তু এবার বয়স সংক্রান্ত জটিলতার কারণে অনেকেই আবেদন করতে পারেনি। কিন্তু এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন হওয়ার পর আদালতের নির্দেশনার প্রেক্ষিতে ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ স্থগিত করে এখন আবেদন ও লটারির নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে বৃহস্পতিবার থেকেই আবেদন করা যাবে। ৭ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য সফটওয়্যার চলমান থাকবে।