চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ১২

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩২:৫২,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৯২ বার পঠিতনগরীর আকবরশাহ থানা এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় দুর্র্ধষ সন্ত্রাসী ও পুলিশের একাধিক মামলার আসামি নুরুল আলম প্রকাশ নুরুর ১২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নাছিয়া ঘোনা এক নম্বর ঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আকবরশাহ থানা পুলিশ।
অভিযানে এক নারীসহ তার ১২ সহযোগীর কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা, ৪টি কিরিচ, ৩টি ছোরা ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারী সদস্য বিউটি আক্তার (২৭), মো. মোশারফ হোসেন (২২), মো. পারভেজ (২৮), মো. ওমর আলী (৩০), মো. জুয়েল রানা (১৯), মো. রাসেল (২৮), মো. বাবুল (২৮), আতাউল্লাহ (২৬), মো. সাঈদ (২০), মো. হৃদয় হোসেন (১৯), মো. ইব্রাহীম খলিল (৩০) ও অহিদুল ইসলাম বাদশা (১৯)।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, নুরুর সহযোগি ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে। সন্ত্রাসী নুরুর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।