কুয়েতে এক নারীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:০৭,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৭৫ বার পঠিতকুয়েতের ফৌজদারি আদালত ফিলিপিনো নাগরিককে(গৃহকর্মী) নির্যাতন করে হত্যার দায়ে ফাঁসির আদেশ দিয়েছেন।
একই সাথে আসামিকে হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে আরেকজনকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আরবী দৈনিক আল আনবা তাদের লিড নিউজে জানিয়েছে যে, ফিলিপাইনের দূতাবাসের উপ সচিব কুয়েতের অ্যাটর্নি ফাউজিয়া আল সাবাহ’কে বলেছেন, রায় ন্যায়সঙ্গত হয়েছে।
অ্যাটর্নি ফাউজিয়া আল সাবাহ’ফিলিপাইনি দুতাবাসের সচিবকে বলেন, ইনসাফ এবং আইন ও শরিয়া মেনে রায় দেওয়া হয়েছে।
সূত্রে প্রকাশ, আসামিপক্ষ বেশ কয়েকদিন ধরে ভুক্তভোগীকে মারাত্মকভাবে মারধর করে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে তার ঘরে আটকে রেখে চিকিৎসা বন্ধ করে দেয়।
দেশটির নিরাপত্তা বিভাগের অপারেটিং রুমটি আল-সাবাহ হাসপাতাল কতৃপক্ষের সূত্রে গৃহকর্মীকে নির্যাতনের বিষয়ে একটি প্রতিবেদন পেয়েছিল, সেই সময় তারা মৃত ফিলিপিনো মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জানিয়েছিল।
ফরেনসিক বিভাগের রিপোর্ট পাওয়ার পর নিরাপত্তা বিভাগের জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন নির্যাতনে তার মৃত্যু হয়েছে।