জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী‘র মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০২:২৭,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৭০ বার পঠিতসিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী‘র ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর আরোহী গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী উপজেলার ২নং লক্ষীপুর গ্রামের আব্দুল হকের পুত্র বাংলাবাজার এলাকার ব্যবসায়ী মো: ইব্রাহিম আলী (২৮)। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেল আরোহী মো: ইব্রাহিম আলী তার এক সঙ্গীকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সিলেট অভিমুখে যাওয়ার পথে সারীঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত খারুবিল গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম-কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: মহসিন আলী, সড়ক দুর্ঘটনায় ১জন মারা যাওয়ার কথা জানিয়ে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয়। আহত ব্যক্তিকে উদ্বার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।