মৌলভীবাজার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১৯:১৩,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩০০ বার পঠিতসিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি ২০১৯-২০২০ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যা ৬টায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এম. এ. মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিকান্দর আলীর পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জীবন সদস্য ও উপদেষ্টা সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা পরিষদ প্রধান নির্বাহী দেবজিত সিংহ, সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক ডা. আজিজুর রহমান, এডভোকেট এম. এ. খালিক, জামিল আহমদ চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুক উদ্দিন।
বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক সিকান্দর আলী। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. আলীম উদ্দিন মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, তাজুল ইসলাম, মাওলানা মো. ফিরোজ উদ্দিন, কাজী আব্দুল জলিল খান, মো. আবুল হোসেন, মো. কামরুজ্জামান, মো. আতাউর রহমান, অধ্যাপক তাজ উদ্দিন প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সাদ ওবায়দুল লতিফ চৌধুরী, নির্বাচন কমিশনার সৈয়দ আব্দুল ওয়াদুদ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। পরে ২০২১-২২ সালের ২১ সদস্য বিশিষ্ট দ্বী-বার্ষিক কার্য নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি