সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী আশা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:২০,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২১৭ বার পঠিতসড়ক দুর্ঘটনায় মারা গেলেন ছোট পর্দার অভিনেত্রী আশা চৌধুরী। (ইন্না লিল্লাহি…রাজিউন)। জানা যায়, রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে অভিনেত্রী আশা চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জানুয়ারি, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে তারা।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন তিনি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।
৫ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাট্যনির্মাতা রুমান রুনি বলেন, ‘আমার প্রিয় বন্ধুটা আর নেই। সড়ক দুর্ঘটনায় মারা গেছে।’
রাজধানীর দারুসসালাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি বেসরকারি বায়িং হাউসে চাকরি করতেন। এছাড়া তিনি অভিনয় করতেন বলেও তার পরিবার জানিয়েছে।
তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।