নৌকার বিপক্ষে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:০৪,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৯৫ বার পঠিতস্থানীয় সরকার নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে যুবলীগের তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে নৌকার বিপক্ষে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংগঠনের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদ স্বাক্ষরিত এক চিঠিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয়/জেলা/মহানগর/উপজেলা/পৌরসভা/ওয়ার্ড/ইউনিয়ন নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় ‘স্থানীয় জনপ্রতিনিধি’ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ অন্যান্য সহযোগিতামূলক কাজ করার জন্য সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল নির্দেশ প্রদান করেছেন।
যদি যুবলীগের কোনো নেতা/নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিপক্ষে প্রার্থী হয় বা প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করে তাহলে সেই নেতা/নেতৃবৃন্দের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর কড়াইল এরশাদ স্কুল মাঠে যুবলীগের উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যেও পরশ বলেন, ‘পৌরসভা নির্বাচনে যুবলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে যাবেন। নৌকা প্রতীকের বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থীকে প্রশ্রয় দেওয়া হবে না। তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’