স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, অতঃপর লাশ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৯:১৬,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২২৭ বার পঠিতরাজধানীর কমলাপুরের ইনসাফ হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জেরিনাস জেরিন নিপা। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। মঙ্গলবার সন্ধ্যায় নিপার লাশ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গত ১ জানুয়ারি নিপা এক ব্যক্তিকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। পরে তার শ্বশুরবাড়ি থেকে তাদের বিয়ে মেনে না নেয়ায় ৪ জানুয়ারি তার স্বামী নিপাকে ওই হোটেলে রেখে পালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে মঙ্গলবার নিপা ওই হোটেলের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় মতিঝিল থানায় ৩০৬ ধারায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’