ছবিতে ফুটে উঠেছে কংগ্রেসের অধিবেশনে সেই হামলা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২৩:০৩,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২১১ বার পঠিতযুক্তরাষ্ট্রে গত নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের জন্য বুধবার দেশটির কংগ্রেসের অধিবেশন বসে। সেসময় ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এতে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়।
এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের কালো দিন হিসেবে দেখছে দেশটির নেতারা। বিবিসি, রয়টার্স, সিএনএন, ডয়চে ভেলে পুরো ঘটনার ফটো স্টোরি প্রকাশ করে।
অধিবেশনের আগে হোয়াইট হাউসের সামনে বক্তব্য দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে নিজের জয় দাবি করেন এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন। যদিও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।
হোয়াইট হাউসের সামনে ট্রাম্প সমর্থকদের জমায়েত। তারা ট্রাম্পের নামে স্লোগান দেয়।
অধিবেশন চলাকালে মার্কিন কংগ্রেস ঘেরাও ও অবরোধ করে ফেলে ট্রাম্প-সমর্থকেরা।
এক পর্যায়ে কংগ্রেস ভবনের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর।
কংগ্রেস ভবনের নিরাপত্তা কর্মীদের পাল্টা পদক্ষেপ। হামলা প্রতিহত করতে তারা গুলি চালায়, নিহত হন ৪ জন।
হামলাকারীরা ইলেক্টোরাল কলেজের ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কংগ্রেসের কর্মীরা সেগুলো উদ্ধার করে।