মাধবপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০২:৩০,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৭৪ বার পঠিতহবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকায় ট্রাক চাপায় প্রাণ গেছে লিজা আক্তার (৭) নামে এক শিশুর। সে উপজেলার রতনপুর গ্রামের বাহার মিয়ার মেয়ে। এ সময় ক্ষুদ্ধ জনগণ প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ইকবাল হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক ওই শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। পরে জনতার সহায়তায় ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।