সিলেটে র্যাবের অভিযান : ইয়াবার চালানসহ গ্রেফতার দুই

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৩:১০,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২০৫ বার পঠিতসিলেটে র্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৩ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন’র যৌথ নেতৃত্বে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিলেটের গোয়াইনঘাটের ভাদেশ^র গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করে। ধৃত হেলিম উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। এ সময় তার হেফাজতে থাকা ৩ হাজার ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে জব্দকৃত আলামতসহ হেলিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন রাত ১০টায় র্যাব-৯ এর অপারেশন অফিসার এ.কে.এম এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শহরতলী পীরপুর আব্দুস সাত্তার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে পেশাদার এক মাদক কারবারিকে আটক করে। ধৃত মইনুল (৪০) ওই এলাকার মৃত ললি মিয়া’র ছেলে। এ সময় তার হেফাজতে থাকা ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে জব্দকৃত আলামতসহ মইনুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।