সিলেটে ৩ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৯

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫১:২২,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৭৫ বার পঠিতএবার সিলেটের তিনজন চিকিৎসকসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়াও আক্রান্তদের মধ্যে আরো ৫ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে আছেন।
এর আগে গত ৫ জানুয়ারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তারা করোনা পরীক্ষার জন্য নমুনা জমাদেন।