সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদীর আত্মহত্যা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৫:৩৫,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৬০ বার পঠিতসিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় কারাদন্ডিত এক কয়েদী আত্মহত্যা করেছে। শনিবার বিকেলে নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেন কারাগারের জেলার মো. মুজিবুর রহমান।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কয়েদী রুবেল মিয়া আত্মহত্যার চেষ্টা চালান। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কারা সুত্র জানায়, একটি হত্যা মামলায় রুবেল মিয়ার ৩০ বছরের সাজা হয়। সে ২০১৬ সাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। তার কয়েদী নং-৪০১০/এ। তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে। রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র।