এবার ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৮:২৭,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২০৪ বার পঠিতইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতে পৃথক স্থানে ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। রোববার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আটকেপড়াদের উদ্ধারে নেমেছে দমকল বাহিনী।
ভূমিধসের কারণে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধে হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে শনিবার দুর্যোগপূর্ণ আবহওয়ায় ৬২ যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এর মধ্যে ভূমিধসে হতাহতের ঘটনায় শোকের মাত্রা আরও বেড়েছে।