করোনার ভয়ে আত্মহত্যা করেছেন তরুণী

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৭:২৯,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৯৬ বার পঠিতকরোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে আত্মহত্যা করেছেন তরুণী। সুইসাইড নোট উদ্ধার করে মৃত্যুর কারণ হিসেবে এমনটি ধারণা করছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। আত্মঘাতী তরুণী পেশায় একজন ব্যাংককর্মী।
আত্মঘাতী ওই তরুণীর নাম বাণী। করিমনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করতেন তিনি। ব্যাংকের কাছেই এক সহকর্মীর সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তরুণীর পরিবার থাকে হায়দরাবাদে। খবর আনন্দবাজারের
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই ভাড়াবাড়ি থেকে বাণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল, ‘কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। ওই হাতের লেখা বাণীর নিজের কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ কেন বেছে নিলেন এখন এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।