করোনার : তিন মাসে ৫ কোটি সংক্রমণ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩১:০৬,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৩০ বার পঠিতগত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি করোনা সংক্রমণ ছড়িয়েছিল গোটা বিশ্বে । বর্তমানে এই সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। মারা গেছেন ১৯ লাখেরও বেশী মানুষ। টিকা তৈরী শুরু হয়েছে প্রথম সারির দেশগুলোতে। কিন্তু সংক্রমণ কমার লক্ষণ নেই, বরং ঝড়ের গতিতে বেড়েই চলেছে।
ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বাংলাদেশ সময় রোববার রাত ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৯ কোটি এক লাখ ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ১৯ লাখ ৩৬ হাজার। তবে সুস্থ হয়ে ওঠেছেন ৬ কোটি ৪৫ লাখ।
প্রথম থেকে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২ কোটি ২৭ লাখ ও মারা গেছেন ৩ লাখ ৮১ হাজারের বেশী। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪ লাখ ও মারা গেছেন দেড় লাখের অধিক। এরপরেই ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে আক্রান্ত ৮০ লাখ ৭৬ হাজার ও মৃতের সংখ্যা ২ লাখের বেশি।
সংক্রমণ বেড়েছে ইউরোপেও। করোনায় ব্রিটেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইউরোপের অন্য দেশগুলো ব্রিটেনকে ‘বৃদ্ধ দেশ’ হিসেবে ব্যঙ্গ করলেও সংক্রমণ বাড়ার অন্যতম কারণ নতুন সংক্রমণ। গতকাল কোভিড টিকা নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী ফিলিপ।
ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করেও ইউরোপের দেশগুলোতে নয়া সংক্রমণ আটকানো যায়নি। ফ্রান্স, জার্মানিতে কড়াকড়ি বাড়ানো হয়েছে। কানাডাতে দীর্ঘ লকডাউনের পরে শোনা যাচ্ছে কারফিউ জারি করা হবে। সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত কারফিউ চলবে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোলেই বড় অঙ্কের জরিমানা। ওদিকে, চিন আবার দু’টি শহরকে ‘তালাবন্ধ’ করেছে। বেজিংয়ের দক্ষিণে শহর দু’টিতে সবরকম পরিবহণ বন্ধ। বাকি বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের।
তিনটি প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। সাড়ে ছ’কোটি দেশবাসীর জন্য ৩৭ কোটি ডোজ কেনার চুক্তি সেরে ফেলেছে তারা। পিছিয়ে নেই আমেরিকাও। গতকাল একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বাজারে চলে আসা প্রতিটি কার্যকরী প্রতিষেধককে শীঘ্রই ছাড়পত্র দিয়ে দেবেন ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন।