সিলেটে করোনায় ১ জনের মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:০৩,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৭৯ বার পঠিতসিলেটে করোনাভাইরাসে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁিড়য়েছে ২৬৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৩, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
তবে সিলেটে ২৪ ঘন্টায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১২ জনের। এর মধ্যে সিলেটে ৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২, হবিগঞ্জে ১জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫৭। এর মধ্যে সিলেট জেলায় ৯২৬৮, সুনামগঞ্জে ২৫২০, হবিগঞ্জে ১৯৬৮ ও মৌলভীবাজার জেলায় ১৯০১ জন।