দিহানের বাসার নিরাপত্তাকর্মী আটক

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:২৮,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৯০ বার পঠিতকলাবাগানে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহানদের বাড়ির নিরাপত্তাকর্মী দুলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে কলাবাগান এলাকা থেকেই পুলিশ ‘হেফাজতে’ নেওয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান জানান।
বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনার পর থেকেই দুলাল নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দিহানের পরিবারের তরফ থেকে বলা হচ্ছিল।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, ‘তাকে কলাবাগান থানায় পুলিশি হেফাজতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। মামলায় তার সংশ্লিষ্টতা সরাসরি না থাকলেও ঘটনার দিন সে দিহানদের বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিল।’
গত ৭ জানুয়ারি কলাবাগানের ওই বাসা থেকেই ‘ও’ লেভেলের ওই ছাত্রীকে মডার্ন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়।
পরদিন ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও যৌনাঙ্গ ও পায়ুপথে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
মেয়েটির পরিবার ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে ইতোমধ্যে দিহানের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার দিহান ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।