সিলেট নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২২:০৪,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৩৬ বার পঠিতসিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন। সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
এছাড়াও বিক্ষোভকারীরা সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় অন্তত চারটি ট্রাকেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।