বরুণ-নাতাশার বিয়ে ২৪ জানুয়ারি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৪৫,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৬১ বার পঠিতবহু জল্পনা কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। তার দীর্ঘদিনের বান্ধবী ও প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে এই মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেতা।
প্রথমদিকে দেশের বাইরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও অতিমারির কারণে তার বদলে ভারতের আলিবাগে একটি পাঁচতারা হোটেলেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। তবে কোভিড-বিধি মেনেই বিয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর। শোনা যাচ্ছে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই বিয়ে হবে বলে। ধাওয়ান পরিবারের পক্ষ থেকে ই-কার্ডে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ২২ থেকে ২৫ জানুয়ারি ডেট ব্লক করে রাখতে বলা হয়েছে অতিথিদের।
শোনা যাচ্ছে, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে সঙ্গীত ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হবে আর ২৪ জানুয়ারি হবে বিয়ে। বিয়ের এক দিন আগেই ধাওয়ান ও দালাল পরিবার ভেন্যুতে পৌঁছাবেন।
পেশায় ফ্যাশন ডিজাইনার নাতাশা এর আগে অনেকেরই ব্রাইডাল ওয়্যার ডিজাইন করেছেন। বিয়ের পোশাকও পাত্রী নিজেই ডিজাইন করবেন বলে খবর। তবে কর্তার পরনে কোন সেলেব্রিটি ডিজ়াইনারের পোশাক দেখা যাবে, তা এখনও জানা যায়নি।