তাপসীর বাথটবে ছবি ভাইরাল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৩:৩৬,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২২২ বার পঠিতভারতের জনপ্রিয় নায়িকা তাপসী পান্নু। সোশ্যাল মিডিয়াতেও সরব এই অভিনেত্রী। তার ফটোশুটের ছবি মানেই বিতর্ক। সম্প্রতি তার নতুন ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছিলেন, ‘কঙ্গনার নকল’। পরবর্তীতে কঙ্গনা নিজেও নেমে পড়েন সেই বিষয়ে মন্তব্য করতে। এদিকে সেই রেশ না কাটতেই নতুন ফটোশুটের ছবি নিয়ে হাজির তাপসী। দীর্ঘদিন ধরেই নাকি ভিন্ন রকম ফটোশুটের কথা ভাবছিলেন তিনি। অবশেষে বাথটবে ফোটোশুট করার সিদ্ধান্ত নিলেন তাপসী।
ছবির শেয়ার করে তাপসী ক্যাপশনে লিখেছেন, ‘বাথটবে বসে ছবি তোলানোটা এখন খুব চলছে’। তবে বাথটবে তিনি গা ভাসাননি। কারণ বাথটব পুরো শুকনো। বরং বলেছেন, তিনি গা ভাসিয়েছেন গড্ডলিকা প্রবাহে। এ নিয়ে বলেছেন, এই ধরনের ফটোশুট কী উত্তেজনা হয়, সেটা বুঝতেই তার এমন প্রয়াস। এই ফটোশুট নিয়ে শেষে লিখেছেন, ‘সস্তা উত্তেজনা’। তাপসীর এই ছবি ভাইরাল হতে খব একটা সময় লাগেনি।