জগন্নাথপুরে তরুণীর আত্মহত্যা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৬:৩৩,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৪৯ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে আয়শা বেগম (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের দিনমজুর জুনু মিয়ার কন্যা।
রোববার বিকেলে ইঁদুরের বিষ খেয়ে ছটফট করতে থাকেন তরুণী আয়শা বেগম। এ সময় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।