জুড়ী ছাত্রদল আহবায়ক কমিটি ৪ জন বিবাহিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪১:৪৯,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৫৩ বার পঠিতদীর্ঘ ৫ বছর পর জুড়ী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম জয়দুলকে আহ্বায়ক করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। ২১ সদস্যের আহ্বায়ক কমিটির ৪ জনই বিবাহিত ও ১জন ছাত্রলীগের কর্মী হওয়ায় ছাত্রদলের সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে মূল দলের অভ্যন্তরে তোলপাড় চলছে। ১৫ জানুয়ারী রাতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, দীর্ঘ প্রায় ৫ বছর পর জুড়ী উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম জয়দুলসহ ৪ জন বিবাহিত নেতা ও ১জন ছাত্রলীগ নেতাকে আহবায়ক করে কমিটি অনুমোদন দেয়া ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী বলে উক্ত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া কয়েকজন ছাত্রদল নেতাসহ সাধারণ নেতাকর্মীরা অভিযোগ করছেন।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৬ সালের ৩ মার্চ আজহার আহমেদ ওয়াসিমকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয় তৎকালীন জেলা ছাত্রদল। এরপর গত বছরের ২ ফেব্রুয়ারী কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘদিন কমিটি বিহীন থাকার পর গত ১৫ জানুয়ারী রাতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান সাক্ষরিত জেলা ছাত্রদলের আওতাধীন ৬ টি শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে ২১ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা শাখার ও কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম জয়দুলকে আহবায়ক এবং আব্দুল্লাহ আল ইমনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। অপর যুগ্ম আহবায়কদের মধ্যে ফয়জুর রহমান, সোহেল আহমদ, সাইদ বিন আহমদ, জুবের আহমদ, সাইফুল ইসলাম, বদরুল ইসলাম শান্ত, দেওয়ান মারজান মেহেদী, লুৎফুর রহমান ইমন প্রমুখ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের নতুন কমিটির কয়েকজন যুগ্ম আহবায়ক বলেন, এ কমিটি ছাত্রদলের কমিটি হতে পারে না। অনুমোদিত কমিটির আহবায়ক বিএনপি নেতা এবং বিবাহিত এবং আরও ৩ জন বিবাহিত। জীবনে কোনদিন ছাত্রদলের অনুষ্ঠানে আসেনি তাদেরকেও উপজেলার নেতা বানানো হয়েছে।
এ ব্যাপারে নবঘোষিত উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম জয়দুল জানান, তিনি বিবাহিত নন। এটা রটানো হচ্ছে। তাছাড়া তিনি বিএনপির কমিটি থেকে পদত্যাগ করে ছাত্রদলের জন্য লবিং করেন। বিএনপির কমিটিতে ছিলেন, পদত্যাগ করার কারণে এখন আর নেই ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, কেন্দ্র থেকে তাদেরকে বলা হয়েছে এ রকম করার জন্য, তাই কমিটি দিয়েছেন। কেন্দ্রের নির্দেশের বাহিরে গিয়েতো কিছু করতে পারেন না।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া জানান, জুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে বিএনপি নেতা ও বিবাহিত অর্ন্তভুক্ত হওয়ার ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। বিবাহিত এবং ছাত্রলীগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।