দুই মেয়েকে বিষপান করানোর পর মাসহ ৩ জনের আত্মহত্যা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:১১,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৬৪ বার পঠিতসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে মা ও দুই মেয়েসহ ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা গেছে, রোববার সকালে ডায়া নতুন পাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী লালু ফকিরের স্ত্রী জাহানারা বেগমের সাথে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরেই মা জাহানারা বেগম দুই মেয়েকে জোরপূর্বক বিষপান করিয়ে নিজেও বিষপান করে।
এসময় ছোট মেয়ে লাবনী তাদের জোরপূর্বক বিষপান করানো হয়েছে বলে ফোনে বাবাকে জানালে লালু ফকির এসে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হচ্ছেন- মা জাহানারা বেগম (৩৫), তার বিবাহিত ও গর্ভবতী কন্যা রাজিয়া বেগম (২২) ও লাবনী (১১)। এ ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।