রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৪:৫৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২২১ বার পঠিতরাজধানীর ডেমরা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৮ জানুয়ারি) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ জানুয়ারি রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. ফারুক হোসেন (৩৩), মো. ইউনুছ আলী (৩৪), মো. তারেক (৩২), মো. ইউসুফ মোল্লা (২৪), মো. কালাম (৩০) ও মো. আলী আজম (৪৪)।
এই বিষয়ে নেতৃত্বে থাকা গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামসুল আরেফীন বলেন, ‘মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে আসেন। এই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম ডেমরা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। এছাড়া, ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’