দেশে ফিরেই ৩০ দিনের জেলে ‘পুতিন-বিরোধী’ নাভালনি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১৬:৫৬,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২০৯ বার পঠিতরাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন দেশটির প্রসিকিউটর। বিষক্রিয়া থেকে সুস্থ হওয়ার পর দেশে ফেরা মাত্র তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। পুতিনের সমালোচক বলে পরিচিত নাভালনি মৃত্যুর খুব কাছে যাওয়ার পাঁচ মাস পর রবিবার জার্মানি থেকে বাড়ি ফেরেন।
বিবিসি জানায়, নাভালনি প্যারোলের শর্ত ভঙ্গ করেছেন বলে অভিযোগ রুশ প্রসিকিউটরের। অর্থ আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত হলেও প্যারোলে মুক্ত ছিলেন নাভালনি। অন্যদিকে পুতিন বিরোধী এ নেতা বলেন, রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
মস্কোর যে পুলিশ স্টেশনে নাভালনিকে রাখা হয়েছিল, সেটির সামনে জড়ো হন তার সমর্থকেরা। সেসময় তারা পুতিনের পদত্যাগ চেয়ে স্লোগান দেন। গত আগস্টে ৪৪ বছর বয়সী নাভালনি নার্ভ বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট হামলার শিকার হন। এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সরাসরি দায়ী করে থাকেন নাভালনি। যদিও ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করেছে।
নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। তবে তাদের বিমান নামার কথা ছিল নুকোভো বিমানবন্দরে। নুকাভোতে নাভালনির বিপুলসংখ্যক সমর্থক জড়ো হলে কর্তৃপক্ষের শেষ মুহূর্তের সিদ্ধান্তে তাকে নিয়ে শেরেমিতিয়েভোতে নামে বিমান।
বিমানবন্দরে নেমেই নাভালনিকে আটক করা হয়। শেরেমিতিয়েভোতেও অনেক সমর্থন জড়ো হলে নাভালনির কাছে যেতে পারেননি তারা।
রাতে মস্কোর উপকণ্ঠে খিমকির একটি পুলিশ স্টেশনে রাখা হয় এ মানবাধিকার কর্মীকে। সোমবার পুলিশ স্টেশনের সামনে অস্থায়ী আদালত কক্ষ বসানো হয়। সেখানে রুশ প্রসিকিউটররা তাকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটকাদেশ দেন। ২৯ জানুয়ারি আরেক শুনানিতে সিদ্ধান্ত হবে, সাড়ে তিন বছরের যে সাজায় নাভালনি প্যারোলে ছিলেন সেটি তাকে কারাগারে কাটাতে হবে কী না।
এদিকে পুলিশ স্টেশন থেকেই এক ভিডিও বার্তায় নাভালনি বলেন, ‘এটি বিচারের নামে তামাশা এবং সর্বোচ্চ পর্যায়ের অরাজকতা।’
প্রচণ্ড ঠান্ডার মধ্যে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না। রাস্তায় অবস্থান করুন, আমার জন্য নয়, নিজেদের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য।’ সোমবার রাশিয়া জুড়ে নাভালনির ৭০ জনের বেশি সমর্থক ও সাংবাদিককে আটক করা হয়েছে। মনিটরিং গ্রুপ ওভিডি-ইনফো এ তথ্য দিয়েছে।