মমৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:০৫,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩২২ বার পঠিতমৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলায় আগত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। মঙ্গলবার পুলিশ সুপার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোঃ নাসের রিকাবদার’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদ আহমদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদ, আজাদুর রহমান, পান্না দত্ত, নজরুল ইসলাম মুহিব, মোঃ আব্দুল ওয়াদুদসহ অনেকে।
সভায় সাংবাদিকরা জেলার সম্ভাবনার পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলার রাজনগর উপজেলার কালামুয়া, উদনাছড়া, ধামাইছড়াসহ অন্যান্য উপজেলায় পাহাড়ী ঢলে নেমে আসা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এসপি’র দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সাংবাদিকদের সরবরাহ করতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি শহরকে সুন্দর করে ঢেলে সাজাতে পুলিশকে আরো সচেতন হবার আহবান জানান সাংবাদিকগণ। সভায় নবাগত পুলিশ সুপার গুরুত্ব সহকারে সবার বক্তব্য শুনে এর প্রতিকার করবেন বলে আশা ব্যক্ত করেন।