সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:১৫:১৪,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২১২ বার পঠিতসিলেট মহানগরীর খাদিমনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে নাইম আহমদ (২০) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিআইডিসি এলাকার কৃষি গবেষণাগারের লেকের পাশ থেকে শাহপরাণ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত নাইম শাহপরাণ থানাধীন মোহাম্মদপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে। মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যার দিকে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত নাইমের পেটে, পিটে ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘাতককে গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।