সিলেটে র্যাব-৯ এর আল্ট্রা ট্রেইল ম্যারাথন শুক্রবার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৪১:৩৪,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩৬০ বার পঠিতমুজিব শতবর্ষকে সামনে রেখে আল্ট্রা ট্রেইল ম্যারাথনের আয়োজন করেছে র্যাব-৯ ও সিলেট রার্নাস এ্যাসোসিয়েশন। মঙ্গলবার সিলেট র্যাব-৯ এর সদর দপ্তরে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস এ তথ্য জানানো হয়।
আগামী শুক্রবার অনুষ্ঠিত দুই ইভেন্টের ১০ কি.মি ও ২১.১ কি.মি দেশের বিভিন্ন জায়গা থেকে মোট ১ হাজার ৫০ জন নারী-পুরুষ দৌড়বিদ অংশগ্রহন করবেন। ম্যারাথন নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় ঘুড়ে সিলেট আন্তজাতিক স্টেডিয়াম সংলগ্ন সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হবে।
পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন র্যাব ফোর্সেস’র মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল-াহ আল মামুন, বিপিএম, পিপিএম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন র্যাব ফোর্সেস এর উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দসহ মিডিয়ার কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব।